‘ভিক্ষা করব না’ মুচলেকা দিয়ে হজে যেতে হবে পাকিস্তানিদের - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Saturday, November 23, 2024

‘ভিক্ষা করব না’ মুচলেকা দিয়ে হজে যেতে হবে পাকিস্তানিদের


 

হাজার হাজার পাকিস্তানি ভিখারিতে ভরে যাচ্ছে সৌদি আরব। হজযাত্রার নামে আরবে ঢুকছে এই সব ভিখারির দল। এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ সৌদি। এবার হজের আগে ইসলামাবাদকে কড়া নোটিস পাঠিয়েছে তারা। সেখানে পরিষ্কার করে দেওয়া হয়েছে, পাকিস্তান যেন মক্কায় কোনও ভিখারি না পাঠায়।


এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই নোটিসকে হালকা ভাবে নিচ্ছে না পাকিস্তান। কেননা সৌদি আরব স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে, যদি এর পরও একই পরিস্থিতি থাকে তাহলে দুই দেশের সম্পর্কের অবনতি দেখা দিতে পারে। আর তাই হজযাত্রার ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে পাকিস্তানের ধর্ম বিষয়ক মন্ত্রক। যার মধ্যে অন্যতম, মক্কা যাওয়ার আগে মুচলেকা দিতে হবে, মক্কায় গিয়ে ভিক্ষা না করার। পাক প্রশাসনের তরফে সৌদিকে বলা হয়েছে, ইতিমধ্যেই ৪ হাজার ৩০০ ভিখারিকে এক্সিট কন্ট্রোল লিস্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। এব্যাপারে তারা ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে চলবে বলেই জানিয়ে দেওয়া হয়েছে।


এর পাশাপাশি অন্য নিয়মের কথাও জানানো হয়েছে। যার মধ্যে রয়েছে দল বেঁধে হজযাত্রা সংক্রান্ত নির্দেশিকা। পরিষ্কার করে দেওয়া হয়েছে একমাত্র দল বেঁধে যাঁরা যাবেন তাঁদেরই অনুমতি দেওয়া হবে। পাশাপাশি যে ট্র্যাভেল এজেন্সিগুলি হজে তীর্থযাত্রীদের নিয়ে যায়, তাদেরও জানিয়ে দেওয়া হয়েছে সকলের থেকে মুচলেকা নেওয়ার কথা।

No comments:

Post a Comment

Post Bottom Ad