যশোর, ১৪ এপ্রিল: যশোরের রূপদিয়ায় প্রকাশ্যে ১৪টি ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট ও মারধরের ঘটনায় অভিযুক্তদের সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন দলটির জেলা আমির গোলাম রসুল। বৃহস্পতিবার যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
সংবাদ সম্মেলনে জেলা আমির জানান, “ঘটনাটি পারিবারিক ও জমি-সংক্রান্ত বিরোধ থেকে উদ্ভূত। একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে জামায়াতে ইসলামীর নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”
জেলা আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতের অন্যান্য নেতারাও। তারা দাবি করেন, অভিযুক্ত খবির খান জামায়াতের সদস্য নন এবং এ ঘটনায় জড়িত কেউই দলটির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন। জামায়াতকে কলঙ্কিত করতে পরিকল্পিতভাবে এ ঘটনার সঙ্গে দলটির নাম জড়ানো হয়েছে বলে তারা অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, দলটির পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা হিসেবে ৬০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি রূপদিয়ায় ১৪টি ঘরবাড়িতে ভাঙচুর, লুটপাট ও হামলার অভিযোগে স্থানীয়রা বলেন, হামলাকারীরা জামায়াতের কর্মী-সমর্থক। ঘটনার ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
ঘটনার পরিপ্রেক্ষিতে জামায়াত নেতাদের পক্ষ থেকে এই প্রতিবাদ জানানো হলো। তবে এ বিষয়ে এখনো প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
No comments:
Post a Comment