যশোর, ১৮ এপ্রিল: যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের ঘোড়াগাছা গ্রামে অবস্থিত আফিল লেয়ার ফার্ম লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ফার্মটির একটি সম্পূর্ণ শেড পুড়ে ছাই হয়ে গেছে এবং প্রায় ৪৪ থেকে ৫০ হাজার লেয়ার মুরগি পুড়ে মারা গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ থেকে ২০ কোটি টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শী এবং ফার্ম কর্তৃপক্ষ জানান, বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর আনুমানিক ২টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে একটি শেডের ছয়টি ইউনিটে, যেখানে প্রায় ১৬টি খাঁচায় হাজার হাজার মুরগি ছিল।
খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মামুনুর রশীদের নেতৃত্বে যশোর ও মণিরামপুর থেকে পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় বিকেল ৩টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৪টা ২৫ মিনিটে সম্পূর্ণরূপে নিভিয়ে ফেলা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষে চূড়ান্ত কারণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফার্মটির মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক আসাদুল হক জানান, “শেডগুলো অত্যাধুনিক ছিল। কিন্তু আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে কিছুই রক্ষা করা যায়নি। এতে শুধু মুরগিই নয়, বৈদ্যুতিক সরঞ্জাম ও স্বয়ংক্রিয় প্রসেসিং মেশিনও সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে।”
এদিকে, ফার্মের মালিক শেখ আফিল উদ্দিন এক সময় যশোর-১ আসন থেকে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে তিনি পলাতক রয়েছেন। তাঁর ভাই শেখ বশির উদ্দিন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টার দায়িত্বে আছেন।
ঘটনায় কেউ হতাহত না হলেও, প্রাণিসম্পদের বড় ধরনের ক্ষয়ক্ষতির ফলে স্থানীয়ভাবে চাষি এবং খামার সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
No comments:
Post a Comment