যশোর, ১৪ এপ্রিল: নানা আয়োজনে, রঙিন পোশাকে ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করে নিয়েছে যশোরবাসী। শহরের প্রধান প্রধান সড়ক, প্রতিষ্ঠান ও সংস্কৃতিকেন্দ্রগুলোতে দিনভর চলেছে বর্ষবরণের নানা আয়োজন।
সকালে যশোর শহরের কেন্দ্রস্থলে থেকে বের হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। এতে শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। ঢাক-ঢোল, মুখোশ ও ঐতিহ্যবাহী প্রতীক নিয়ে শহরজুড়ে শোভাযাত্রা এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
বর্ষবরণ উপলক্ষে সকাল থেকে শুরু হয়েছে নানা কর্মসূচি। সকাল ৬টা ৩১ মিনিটে , , , , জেলা পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সংগঠন তাদের নিজ নিজ ভেন্যুতে
পৌর পার্কে উদীচী,নবকিশলয় স্কুল মাঠে বিবর্তন ও সুরধূনী সংগীত নিকেতন,মুসলিম একাডেমি মাঠে পুনশ্চ,যশোর শিল্পকলা একাডেমি ও টাউন হল ময়দানে অনুষ্ঠিত হয় দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীরা পরিবেশন করেন রবীন্দ্রসংগীত,কবিগান, পালাগান, পঞ্চকবির গান, আধুনিক গান, লোকসংগীত, লোকনৃত্য, বাউল গান পরিবেশন করা হয়। বর্ষবরণের এ অনুষ্ঠান সব বয়সের নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
উৎসবে অংশ নিতে শহরজুড়ে হাজারো মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। বর্ষবরণ উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা জানান, “এটি শুধু একটি উৎসব নয়, এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের বহিঃপ্রকাশ। নতুন বছর যেন সবার জন্য শুভ ও আনন্দময় হয়—এই কামনাই করি।”
No comments:
Post a Comment