যশোরের তালিকাভুক্ত সন্ত্রাসী ডেঞ্জার সোহাগ গ্রেপ্তার - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

hil

Saturday, April 19, 2025

যশোরের তালিকাভুক্ত সন্ত্রাসী ডেঞ্জার সোহাগ গ্রেপ্তার



 যশোর জেলার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী হাসান আলী সোহাগ ওরফে ‘ডেঞ্জার সোহাগ’ (৩১) র‌্যাব-৬ এর হাতে গ্রেফতার হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) রাতে যশোর সদর উপজেলার বলাডাঙ্গা (আশ্রম রোড) এলাকায় অভিযান চালিয়ে র‌্যাবের চৌকস দল তাকে আটক করে।

র‌্যাব-৬ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডেঞ্জার সোহাগের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, বিস্ফোরক, হত্যা চেষ্টা এবং মাদকসহ মোট ৯টি মামলা বিচারাধীন রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থেকে সে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে একাধিক গ্রেফতারি পরোয়ানাও জারি ছিল।

২০১৮ সালের ২৯ জানুয়ারি কৃষ্ণবাটি গ্রামের রানা নামের এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যার মামলার অন্যতম আসামি ছিল সোহাগ। নিহত রানার মা রহিমা বেগম কোতয়ালী থানায় ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে উঠে আসে, পূর্ব শত্রুতার জেরে সোহাগের নেতৃত্বে একটি সন্ত্রাসী দল রানাকে পরিকল্পিতভাবে হত্যা করে।

একসময় জেল হাজতে থাকা সোহাগ জামিনে মুক্তি পেয়ে আত্মগোপনে চলে যায়। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব তাকে পুনরায় গ্রেফতার করে এবং কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করে।

No comments:

Post a Comment

Post Bottom Ad