যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক পরিচালিত একটি বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেফতার হয়েছে। ৫ এপ্রিল রাত ১০:২৫ মিনিটে কোতয়ালী থানা এলাকার চাঁচড়া পশ্চিম পাড়া গ্রামীণ ব্যাংক রোডে অভিযান পরিচালনা করার সময় রিয়াজুল ইসলাম নামের এক ব্যক্তিকে তার বসতবাড়ি থেকে আটক করা হয়। তার সাথে আরও দুই সহযোগীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
১. মোঃ রিয়াজুল ইসলাম বাবু (৪০), পিতাঃ মৃত জাহাঙ্গীর, চাঁচড়া পশ্চিমপাড়া গ্রামীণ ব্যাংক রোড, কোতয়ালী থানা, যশোর
২. মোঃ মফিজুর রহমান (৩৫), পিতা-মোঃ ফৈজুল কবির, চাঁচড়া ডালমিল পশ্চিম অংশ, কোতয়ালী থানা, যশোর
৩. মোঃ ইয়াছির আরাফাত (৩২), পিতা-মোঃ জাকির হোসেন, বিরামপুর, কোতয়ালী থানা, যশোর
অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি গাছি দা এবং দুটি রামদা, যা তারা সন্ত্রাসী কার্যকলাপ, চুরি ও ছিনতাইয়ের উদ্দেশ্যে ব্যবহার করতে চেয়েছিল বলে জিজ্ঞাসাবাদে জানা যায়।
এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে।
No comments:
Post a Comment