যশোরে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ ৩ জন আটক, মোবাইল কোর্টে সাজা প্রদান - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

ads

a1

Saturday, April 5, 2025

যশোরে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ ৩ জন আটক, মোবাইল কোর্টে সাজা প্রদান


 

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘ক’ সার্কেলের তিনটি পৃথক মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। আজ শনিবার (৫ এপ্রিল) যশোর শহরের উপশহর, রেলগেট ও গরীব শাহ্ মাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গাঁজাসহ ৩ মাদকসেবীকে হাতে-নাতে আটক করা হয়। তাদের বিভিন্ন মেয়াদে ও জরিমানা করা হয়েছে।

আটককৃতরা হলেন-বারান্দি উত্তর পাড়া এলাকার মৃত ভোলা বিশ্বাসের ছেলে ইউনুস (৪৫),পূর্ব বারান্দি পাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে নুর নবী (২১) এবং উপশহর এলাকার মৃত রাজা মিয়ার ছেলে রবিউল ইসলাম (২৪)। অভিযানে তাদের প্রত্যেকের কাছ থেকে ৫০ গ্রাম করে মোট ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত খান। মোবাইল কোর্টের মাধ্যমে ইউনুসকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড, নুর নবীকে ১০ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং রবিউল ইসলামকে ৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

No comments:

Post a Comment

Post Bottom Ad