যশোরে ইসরাইলি হামলার প্রতিবাদে আইনজীবী সমিতির মানববন্ধন - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

hil

Tuesday, April 8, 2025

যশোরে ইসরাইলি হামলার প্রতিবাদে আইনজীবী সমিতির মানববন্ধন



যশোর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে ফিলিস্তিনের ওপর ইসরাইলের চলমান বিমান হামলার প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে সমিতির ১ নম্বর ভবনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট আবু মর্তুজা ছোট। এতে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সহ-সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর আলম পান্নু, সহকারী সম্পাদক অ্যাডভোকেট সেলিম রেজা এবং সদস্য অ্যাডভোকেট মৌলতা পারভীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ইসরাইলি হামলায় ফিলিস্তিনের নিরীহ মানুষ মানবিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। এই অবস্থায় বিশ্ব মুসলিম সমাজকে একসঙ্গে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তারা। বক্তারা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান, প্রয়োজনে জনগণের মতামতের ভিত্তিতে ফিলিস্তিনের মুসলমানদের সহায়তায় সেনাবাহিনী পাঠানোর বিষয়টি বিবেচনা করার জন্য।

সমাবেশে বক্তারা মহান আল্লাহর প্রতি সাহায্যের আশাবাদ ব্যক্ত করে বলেন, যেমন আল্লাহ আবাবিল পাঠিয়ে কাবাঘর রক্ষা করেছিলেন, তেমনি তিনিই ফিলিস্তিনের মুসলমানদের রক্ষা করবেন। সমাবেশে ফিলিস্তিনের শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

No comments:

Post a Comment

Post Bottom Ad