যশোরে এক প্রবাসীর স্ত্রীকে ফেসবুকে ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ধর্ষণ এবং চাঁদা দাবির অভিযোগে সিলেটের তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
মামলার এজাহারে ভুক্তভোগী নারী উল্লেখ করেন, দেড় বছর আগে ফেসবুকে সিলেটের কানাইঘাট উপজেলার দেলোয়ার হোসেনের (৪৫) সঙ্গে তার পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে হোয়াটসঅ্যাপে যোগাযোগ শুরু হয় এবং একপর্যায়ে দেলোয়ার তার কিছু ব্যক্তিগত ছবি সংগ্রহ করে তা এডিট করে ব্ল্যাকমেইল করতে থাকে।
প্রথমে ৫০ হাজার টাকা আদায়ের পর দেলোয়ার শারীরিক সম্পর্কের দাবি তোলে। রাজি না হলে ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখায়। পরিস্থিতির চাপে পড়ে ২০২৪ সালের ২৭ মে ভুক্তভোগী তাকে যশোরে আসতে বলেন। এরপর মনিহার আবাসিক হোটেলের ২০৫ নম্বর কক্ষে নিয়ে দেলোয়ার তাকে ধর্ষণ করে। সঙ্গে থাকা দুই সহযোগী—তারেক আহমেদ ও কুতুব উদ্দিন—পাশের রুমে থেকে ধর্ষণের ভিডিও ধারণ করে।
পরবর্তীতে ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে ৯ লাখ টাকা দাবি করে দেলোয়ার। টাকা না পেয়ে একটি ফেক ফেসবুক আইডি খুলে ভিডিওটি ভুক্তভোগীর আত্মীয়দের কাছে পাঠিয়ে দেয়।
এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আসামিরা হলেন: দেলোয়ার হোসেন, তারেক আহমেদ এবং কুতুব উদ্দিন। পুলিশ মামলা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে, তবে ভুক্তভোগী নারীর পরিচয় প্রকাশ করা হয়নি।
No comments:
Post a Comment