যশোরে কলেজ ছাত্রীকে ধর্ষনের অভিযোগে এমএম কলেজ ছাত্র আটক - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

hil

Thursday, April 17, 2025

যশোরে কলেজ ছাত্রীকে ধর্ষনের অভিযোগে এমএম কলেজ ছাত্র আটক


 

যশোরে কলেজপড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আফনান তাহসিন স্বপ্নীল (২০) নামে এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ। গত বুধবার যশোর শহরের জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে তাকে আটক করা হয়। পরে বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটক স্বপ্নীল বেনাপোল পোর্ট থানার বড় আচঁড়া গ্রামের বাসিন্দা এবং যশোর এমএম কলেজের ইংরেজি সাহিত্যের প্রথম বর্ষের শিক্ষার্থী।

এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী, যিনি একই কলেজে অধ্যয়নরত, কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, কলেজে পড়াশোনার সুবাদে শহরের একটি মেসে থাকতেন তিনি। স্বপ্নীলের সঙ্গেও কলেজ ক্যাম্পাসে পরিচয়ের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, গত ৪ এপ্রিল স্বপ্নীল ফোনে জানায়, তার মা অসুস্থ এবং দেখভালের কেউ নেই। মানবিক কারণে পরদিন সকালে তিনি বেনাপোলের স্বপ্নীলের বাড়িতে যান। সেখানে রাত ১১টার দিকে স্বপ্নীল কৌশলে তাকে নিজের রুমে নিয়ে গিয়ে দুই দফা ধর্ষণ করেন।

পরদিন সকালে বিষয়টি স্বপ্নীলের মাকে জানালে তিনি 'সমাজের মানসম্মান' ও ভবিষ্যতে বিয়ের আশ্বাস দিয়ে ঘটনা গোপন রাখতে বলেন।

পরবর্তী সময়, ১০ এপ্রিল দুপুরে স্বপ্নীল আবারও তাকে ডেকে নেয় এবং জানায়, আগের ঘটনার ভিডিও ধারণ করা হয়েছে। কিছু জানালে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেয়। এরপর ফের ধর্ষণের অভিযোগ করেন ভুক্তভোগী।

১৫ এপ্রিল ভুক্তভোগী স্বপ্নীলের মেসে গিয়ে বিয়ের দাবি জানালে স্বপ্নীল তাকে মারধর করে বের করে দেয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। পরে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ হালদার জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয় এবং বুধবার অভিযুক্তকে আটক করা হয়। তাকে আদালতে উপস্থাপন করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad