যশোর, ১৪ এপ্রিল: যশোর সদর উপজেলার রূপদিয়া মধ্যপাড়ায় ভয়াবহ হামলা, ভাঙচুর ও লুটপাটের শিকার হয়েছে ১৪টি পরিবার। রবিবার (১৩ এপ্রিল) সকালে স্থানীয় জামায়াত নেতা খবির খাঁ ও তার অনুসারীদের বিরুদ্ধে এ বর্বর ঘটনার অভিযোগ উঠেছে। জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
সোমবার (১৪ এপ্রিল) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে চাল ও নগদ অর্থ সহায়তা দেন। এ সময় অনেক নারী কান্নায় ভেঙে পড়েন।
ভুক্তভোগীদের অভিযোগ, ৪০ থেকে ৫০ জন হামলাকারী দেশীয় অস্ত্র নিয়ে ঘরে ঢুকে ফ্রিজ, টেলিভিশন, স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটে নেয়। লাঠির আঘাতে আহত হয়েছেন একাধিক নারী। হামলাকারীরা পুনরায় হামলার হুমকি দিয়ে যাচ্ছে এবং ঘরবাড়ি ছেড়ে দিতে চাপ দিচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানান, তারা বাস্তুভিটাহীন পরিবার, যারা প্রায় ৫০ বছর ধরে মৃত সাইদ বক্সের দেওয়া জমিতে বসবাস করছেন। তার মৃত্যুর পর প্রভাবশালী জামায়াত নেতা খবির খাঁ ওই জমি দখলের পাঁয়তারা শুরু করেন। মামলাটি আদালতে বিচারাধীন থাকলেও রায়ের অপেক্ষা না করে সরাসরি হামলা চালানো হয়।
বিএনপি নেতা আঞ্জুরুল হক খোকন বলেন, "দলের কেন্দ্রীয় নেতা অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশে আমরা এসেছি। বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে আছে। আমরা এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।"
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সহসভাপতি আব্দার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ।
ইজিবাইক চালক মিলন হোসেন এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন খবির খাঁ, জাহিদ আলী, রমজান আলী, সাদ্দাম হোসেন, জুবায়ের হোসেন, আসলামসহ অজ্ঞাতনামা ৪০-৫০ জন।
কোতোয়ালি থানার ওসি আবুল হাসানাত জানিয়েছেন, অভিযোগ পেয়েছেন এবং তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
No comments:
Post a Comment