যশোর, ১২ এপ্রিল: ঐতিহাসিক টাউন হল মাঠে যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। শনিবার (১২ এপ্রিল) দুপুরে এক বর্ণাঢ্য আয়োজনে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান, সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন এবং জামায়াতে ইসলামীর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
মেলার উদ্বোধনী বক্তব্যে আব্দুল আউয়াল মিন্টু বলেন, “ভারত ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করায় বাংলাদেশের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। বরং আমাদের নিজস্ব সক্ষমতাকে কাজে লাগিয়ে অর্থনীতিকে আরও গতিশীল করা সম্ভব।” তিনি আরও বলেন, “ভারত হঠাৎ করে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে আমাদের দেশের ওপর চাপ সৃষ্টি করতে চাইছে, যা একটি ষড়যন্ত্র। এ অবস্থায় আমাদের বিকল্প ব্যবস্থা গ্রহণে দ্রুত পদক্ষেপ নিতে হবে।”
আবদুল আউয়াল মিন্টু বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, “দেশে বিনিয়োগ না বাড়লে টেকসই উন্নয়ন সম্ভব নয়। এই মেলা দেশীয় পণ্য পরিচিতি, উদ্যোক্তা বিকাশ এবং ব্যবসা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
দীর্ঘ এক যুগ পর যশোরে এ ধরনের মেলা অনুষ্ঠিত হওয়ায় ব্যবসায়ী মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দুই শতাধিক স্টলে বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। উদ্বোধনের পর অতিথিরা স্টলগুলো ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
আয়োজক যশোর চেম্বার অব কমার্সের পক্ষ থেকে জানানো হয়, মেলায় দর্শনার্থীদের জন্য রয়েছে নানা রকম দেশীয় পণ্যের প্রদর্শনী, ক্রয়-বিক্রয়ের সুযোগ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।
বিনিয়োগ, শিল্পোন্নয়ন এবং স্থানীয় অর্থনীতিকে গতিশীল করতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা মেলার ধারাবাহিকতা বজায় রাখতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
No comments:
Post a Comment