যশোরে চুড়ামনকাটি বাজারে বেপরোয়া রূপসা পরিবহনের বাসের ধাক্কায় মাদ্রাসাছাত্রীর মৃত্যু - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

hil

Wednesday, April 9, 2025

যশোরে চুড়ামনকাটি বাজারে বেপরোয়া রূপসা পরিবহনের বাসের ধাক্কায় মাদ্রাসাছাত্রীর মৃত্যু


যশোরের চুড়ামনকাটি বাজার এলাকায় বেপরোয়া গতির একটি বাসের ধাক্কায় উর্মি খাতুন (১৪) নামে নবম শ্রেণির এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছেন। বুধবার (৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় রূপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনার সময় বাসটি দ্রুতগতিতে চলছিল এবং ধাক্কায় উর্মির মাথা ও পায়ে গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক জানান—হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

নিহত উর্মি যশোর সদর উপজেলার বিজয়নগর গ্রামের রবিউল ইসলামের মেয়ে এবং ছাতিয়ানতলা মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

দুর্ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। কোতোয়ালি থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বাস ও চালককে আটকের চেষ্টা চলছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad