অভয়নগরে ফুচকা খেয়ে দুই শতাধিক নারী, পুরুষ ও শিশুর অসুস্থতা, দোকানি গ্রেফতার - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

ads

a1

Thursday, April 3, 2025

অভয়নগরে ফুচকা খেয়ে দুই শতাধিক নারী, পুরুষ ও শিশুর অসুস্থতা, দোকানি গ্রেফতার


 

অভয়নগর, যশোর – অভয়নগরের দেয়াপাড়া গ্রামে ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত মেলায় ফুচকা খেয়ে অসুস্থ হয়ে পড়ার ঘটনায় ফুচকা দোকানি মো. মনির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ৩১ মার্চ বিকেলে ভৈরব নদীর পূর্ব পাড়ে মনির হোসেন নামের এক ব্যক্তি "মেহেদীর ইন্ডিয়ান পানিপুরি ও ভোজপুরি ফুচকা" নামে একটি অস্থায়ী দোকান দেন। মেলায় আসা দর্শনার্থীরা তার দোকান থেকে ফুচকা খাওয়ার পর পেট ব্যথা, বমি ও ডায়রিয়াসহ বিভিন্ন উপসর্গে আক্রান্ত হন। রাত থেকে পরদিন পর্যন্ত দুই শতাধিক নারী, পুরুষ ও শিশু  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে যশোর জেলার পুলিশ সুপার অভয়নগর থানার ওসিকে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এরপর, ২ এপ্রিল রাত ৭টা ৩৫ মিনিটে মনির হোসেনকে তার নিজ বাড়ি মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে এক ভুক্তভোগী তানজিম হোসাইন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলাটি দণ্ডবিধির ২৭২, ২৭৩ ও ৩৩৬ ধারাসহ নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর বিভিন্ন ধারায় রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত মনির হোসেনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

No comments:

Post a Comment

Post Bottom Ad