জামায়াতের নারী নেত্রীর ওপর হামলা, বিএনপি নেতার ছেলে গ্রেপ্তার - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

a1

Monday, March 10, 2025

জামায়াতের নারী নেত্রীর ওপর হামলা, বিএনপি নেতার ছেলে গ্রেপ্তার

 


ঝিনাইদহের মহেশপুরে জামায়াতে ইসলামীর রোকন ও নারী নেত্রী হাসিনা খাতুন এবং তার কর্মীদের ওপর হামলার ঘটনায় বিএনপি নেতার ছেলে সোহেল আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১১ মার্চ) ভোররাতের দিকে উপজেলার ভৈরবা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সোহেল বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের ছেলে।


গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মহেশপুর থানার পরিদর্শক সাজ্জাদুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘গত ৯ মার্চ কুল্লাপাড়া গ্রামে জামায়াতের কর্মীসভায় নারী নেত্রীসহ বেশ কয়েকজনের ওপর হামলা করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।


এ ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামীর রোকন হাসিনা খাতুন বাদী হয়ে মহেশপুর থানায় ৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। সে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

No comments:

Post a Comment

Post Bottom Ad