ঢাকায় মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন,তদন্তের দাবি - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

a1

Tuesday, March 11, 2025

ঢাকায় মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন,তদন্তের দাবি


 

রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন লাগার পর পৌনে এক ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালিদ জানান, সোমবার সকাল ৯টায় মুক্তিযুদ্ধ জাদুঘর ভবনের নিচতলায় জেনারেটর ভবনে বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুন লেগে যায়। যদিও তাৎক্ষণিক জানানো এই বক্তব্যের সাথে একমত না অনেকে। রহস্যের গন্ধ পাচ্ছেন অনেকে। মেলাচ্ছেন বঙ্গবন্ধুর ৩২ নম্বরের ভবন গুড়িয়ে দেয়াসহ সারাদেশে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহৃ ভেঙে তছনছ করে দেয়ার সাথে। বিষয়টি তদন্তে আন্তর্জাতিক মহলের প্রতি অনুরোধ জানিয়েছেন বিক্ষুব্ধ অনেকে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং সকাল ৯টা ৪৬ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।


মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, "ফায়ার সার্ভিস এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণ করেছে। তেমন কোনো ক্ষতি হয়নি। জাদুঘরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।"

শর্ট সার্কিট থেকে জেনারেটরে স্পার্ক করে আগুনের সূত্রপাত হয় বলে মফিদুল হক জানান।

মুক্তিযুদ্ধ জাদুঘরের অফিস সেক্রেটারি কোহিনুর আক্তার বলেন, "জেনারেটর রুমে অগ্নিকাণ্ড ঘটেছে। সেখানে জেনারেটরের কিছু ক্ষতি হয়েছে। অন্য কোথাও আগুন ছড়িয়ে পড়েনি বা বড়ো ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।"

তবে এই আগুনকে কেউ কেউ মেলাচ্ছেন বঙ্গবন্ধুর ৩২ নম্বর ভবন গুড়িয়ে দেয়ার সাথে। একটি চক্র তাদের শক্তি জানান দিতে একের পর এক মব জাস্টিস করছে। যদিও এসব ধারণা নির্ভর, তারপরও উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেছেন অনেকে।

No comments:

Post a Comment

Post Bottom Ad