যশোরে ডিবি পুলিশের অভিযানে বার্মিজ টিপ চাকুসহ গ্রেফতার ২ ছিনতাইকারি - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

a1

Sunday, March 16, 2025

যশোরে ডিবি পুলিশের অভিযানে বার্মিজ টিপ চাকুসহ গ্রেফতার ২ ছিনতাইকারি

 


যশোর: জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের অভিযানে একটি বার্মিজ টিপ চাকুসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) রাত ১০টা ২০ মিনিটের দিকে কোতয়ালী মডেল থানাধীন সার্কিট হাউজের বিপরীত পাশে আর এন্ড আর (R & R) ফ্যাশনের  সামনে পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ মিরাজ হোসেন (২০) ও মোঃ হৃদয় শেখ (২১)। ডিবি পুলিশের এসআই শেখ আবু হাসানের নেতৃত্বে অভিযানে থাকা টিম মিরাজ হোসেনের দেহ তল্লাশি করে তার পকেট থেকে একটি বার্মিজ টিপ চাকু উদ্ধার করে।

ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই দুইজন যশোর শহর ও শহরতলীতে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই কার্যক্রম পরিচালনা করত। কেউ বাধা দিলে তারা চাকুর আঘাতে গুরুতর জখম করত। এছাড়া, তারা ভাড়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটাত বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ডিবি পুলিশের এসআই শেখ আবু হাসান বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় একটি এজাহার দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad