কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে যশোর জেলা পুলিশের ঈদ উপহার - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

ads

a1

Friday, March 28, 2025

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে যশোর জেলা পুলিশের ঈদ উপহার



কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের প্রতি সম্মান জানিয়ে তাদের জন্য ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা উপহার প্রদান করেছেন পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি)। শুক্রবার (২৯ মার্চ) যশোর পুলিশ সুপারের কার্যালয়ে নিহত পুলিশ সদস্যদের পরিবারের হাতে এ উপহার সামগ্রী তুলে দেন পুলিশ সুপার রওনক জাহান।

অনুষ্ঠানে পুলিশ সুপার নিহত পুলিশ সদস্যদের পরিবারের খোঁজ-খবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন, "বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য দেশ ও জনগণের সুরক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী বীর সদস্যদের পরিবারের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে, যা আমরা সর্বদা পালন করবো।"

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রুহুল আমিনসহ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।

No comments:

Post a Comment

Post Bottom Ad