যশোরে বঙ্গবাজারে ওষুধের দোকানে লুট: প্রধান অভিযুক্ত নাদিম কারাগারে - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

a1

Sunday, March 9, 2025

যশোরে বঙ্গবাজারে ওষুধের দোকানে লুট: প্রধান অভিযুক্ত নাদিম কারাগারে


 

যশোর শহরের বঙ্গবাজারে চৌধুরী ফার্মেসি অ্যান্ড সার্জিক্যাল নামের একটি ওষুধের দোকানে লুটের ঘটনায় প্রধান অভিযুক্ত শহিদুল হক নাদিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।


রোববার (৯ মার্চ) যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়ার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন নাদিমসহ অপর দুই আসামি—আহাদ ও রাজু আহম্মেদ। তবে বাদী সোহেল রানা আদালতে অভিযোগ করেন, নাদিম তাকে হুমকি দিয়ে আসছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে বিচারক নাদিমের জামিন আবেদন নামঞ্জুর করেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে আহাদ ও রাজু জামিন পেয়েছেন।


জানা গেছে, আদালত প্রাঙ্গণে আসামি নাদিম ও তার সহযোগীরা বাদী সোহেল রানাকে মারধর করেন এবং হুমকি দেন, যা আদালতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে।


মামলার এজাহার সূত্রে জানা যায়, ওষুধ ব্যবসায়ী সোহেল রানা ৭০ লাখ টাকায় বঙ্গবাজারের ১২ ও ১৩ নম্বর দোকানের পজিশন কিনেছিলেন শহিদুল হক নাদিমের কাছ থেকে। তবে গত ২৫ ডিসেম্বর নাদিম ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না পেয়ে ২৫ ফেব্রুয়ারি তিনি সোহেল রানাকে অস্ত্রের মুখে জিম্মি করে দোকানের চুক্তিনামার মূল কপি ছিনিয়ে নেন এবং তা ছিঁড়ে ফেলেন। পরে দোকানে তালা ঝুলিয়ে দেন।

সর্বশেষ, ৪ মার্চ দুপুরে নাদিম ও তার সহযোগীরা প্রকাশ্যে দোকানে গিয়ে বস্তায় ভরে প্রায় ৫০ লাখ টাকার ওষুধ ও মালামাল লুট করেন। এছাড়া ক্যাশ বাক্সে থাকা ৫ লাখ টাকাও নিয়ে যান। বাদীর দাবি অনুযায়ী, মোট ৫৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ ঘটনায় সোহেল রানা কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। পুলিশ জানায়, তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad