যশোরে ঝিকরগাছায় ব্যাটারি চালিত ভ্যান ও এম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত তিন - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

ads

a1

Tuesday, March 18, 2025

যশোরে ঝিকরগাছায় ব্যাটারি চালিত ভ্যান ও এম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত তিন


 

যশোরে ঝিকরগাছায় ব্যাটারি চালিত ভ্যান ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছে। আহত হয়েছেন ২ জন৷ নিহত তিন জনের মধ্যে একজন শিশু রয়েছে।

আজ বুধবার (১৯ মার্চ) ভোর সাড়ে ৬ টার দিকে যশোর-বেনাপোল সড়কের ঝিকরগাছা উপজেলার নবীবনগরে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হচ্ছেন যশোরের ঝিকরগাছা উপজেলার, গদখালি গ্রামের জহুর আলীর স্ত্রী নাজমা খাতুন (৫০),বামন আলী গ্রামের হাসান ইকবালের মেয়ে রত্না খাতুন (১২), সৈয়দ পাড়া গ্রামের জামাল সরদারের ছেলে মোহাম্মদ বাবলু (৫৫)। এ ঘটনায় আহত অপর দুজন বামন আলী গ্রামের এরশাদ আলীর ছেলে হাসান ইকবাল (৩৫),ও তার স্ত্রী হালিমা খাতুন (২৮)।

যশোরের ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলু রহমান বলেন,অ্যাম্বুলেন্সটি যশোর থেকে বেনাপোল অভিমুখী যাচ্ছিল এবং এর বিপরীত দিক থেকে যাত্রীবাহী ইঞ্জিনচালিত ভ্যানটি আসার সময় মুখোমুখি এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পরপরই থানা পুলিশ ও নাভারণ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্স চালক গাড়ি সহ পালিয়েছেন, তাকে আটকের চেষ্টা চলছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad