যশোর জেলা বিএনপির সাবেক আহবায়ক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম বলেছেন বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। দলে গণতন্ত্রের চর্চা অব্যাহত রয়েছে। জনগণের কাক্সিক্ষত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাতার লক্ষ্যে আগামী দিনে দলের সকল কর্মসূচি অত্যন্ত নিষ্ঠা সাথে পালনের জন্য সদর উপজেলা বিএনপির নবগঠিত নেতৃবৃন্দর প্রতি আহ্বান জানান। শনিবার সকালে জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সদর উপজেলা বিএনপির নব গঠিত কমিটির পরিচিতি সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি নবনির্বাচিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, শুদ্ধ এবং পরিশীলিতভাবে দল পরিচালনা করতে হবে। দলের মধ্যে কেউ কোন প্রকার বিশৃঙ্খলা করলে ছাড় দেয়া যাবে না।
সদর উপজেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যড. সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, মিজানুর রহমান খান, কাজী আজম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান মিঠু প্রমুখ। পরিচিতি সভা পরিচালনা করেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, , বিএনপি নেতা সিরাজুল ইসলাম প্রমুখ।
Post Top Ad
a1
Sunday, March 2, 2025

Home
jashore news
jashore tribune
jessore news
যশোর
রাজনীতি
বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল : অধ্যাপক নার্গিস বেগম
বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল : অধ্যাপক নার্গিস বেগম
Tags
# jashore news
# jashore tribune
# jessore news
# যশোর
# রাজনীতি
Share This

About Jashore Tribune
রাজনীতি
Labels:
jashore news,
jashore tribune,
jessore news,
যশোর,
রাজনীতি
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
Author Details
সবার আগে সত্য নির্ভীক সংবাদ প্রচার করাই আমাদের একমাত্র লক্ষ ।
No comments:
Post a Comment