যারা ৭১ মানে না, তাদের নির্বাচন করার অধিকার নেই:বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

a1

Tuesday, March 11, 2025

যারা ৭১ মানে না, তাদের নির্বাচন করার অধিকার নেই:বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু


 

যারা ৭১ সালের মুক্তিযুদ্ধ মানে না, তাদের এ দেশে নির্বাচন করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু বলেন, যারা ৭১ মানে না, যারা মুক্তিযুদ্ধ মানে না তাদের এ দেশে ভোট চাওয়ার অধিকার নেই। তাদের নির্বাচন করার অধিকার নেই।

বিএনপির এই নেতা বলেন, দ্রুত নির্বাচন না দিলে ফ্যাসিস্টরা মাথাচাড়া দিয়ে উঠবে। আর এতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে অন্তর্বর্তী সরকার দায়ী থাকবে। এক এগারোর পর আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার কায়েম করেছিল।

সাবেক মন্ত্রী মশিয়ূর রহমান যাদু মিয়ার  ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় যোগ দেন বরকতউল্লাহ বুলু। 
তিনি বলেন, একজন সতিকারের দেশপ্রেমিক রাজনীতিবিদ যাদু মিয়া। বার বার দেশের গণতন্ত্রের সংকটে এমন রাজনীতিবিদ প্রয়োজন।

এ সময় সবাইকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করার আহ্বান জানান বরকতউল্লাহ বুলু। তিনি বলেন, অতি শিগগিরই দেশে একটি রোডম্যাপ দেবেন। উপদেষ্টারা পদত্যাগ করে সরকারের সবকিছু ব্যবহার করে টাকা খরচ করে কীভাবে দল গঠন করেছে?

বরকতউল্লাহ বুলু গুপ্ত সংগঠন নিয়েও কথা বলেন। জামায়াতে ইসলামীর আমীর একসময় ছাত্র লীগের রাজনীতি করেছেন মন্তব্য করে তিনি বলেন, একাত্তর দেশের মূল স্তম্ভ যারা মানে না তাদের ভোট চাওয়ার যোগ্যতা নেই। 

ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া হবে এই প্রতাশার কথা জানান বিএনপির এ নেতা।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এ সময় বলেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় যাদু মিয়ার অবদান রয়েছে। তারেক রহমানের নেতৃত্বে আগামীতে দেশের গণতন্ত্র ফিরে আসবে। তাই সেই পথেই গিয়ে দেশকে বাঁচাতে হলে আমাদের কাজ করতে হবে। বিএনপি নির্বাচনমুখী দল, তাই নির্বাচনী রোডম্যাপ দেওয়ার আহ্বান জানাই। 

No comments:

Post a Comment

Post Bottom Ad