ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বৃহস্পতিবার (৬ মার্চ) রাজধানীর বসুন্ধরা রেসিডেন্সিয়াল এলাকা থেকে যশোরের সৌরভকে গ্রেপ্তার করেছে। সৌরভের বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী এখনো বিস্তারিত জানায়নি। তবে রাজনৈতিক সংযোগের কারণে তার নাম বিভিন্ন সময় আলোচনায় এসেছে।
জানা গেছে, গ্রেপ্তার হওয়া সৌরভ যশোরের কেশবপুর পৌরসভার আওয়ামী লীগ নেতা মেয়র রফিকুল ইসলামের সহচর হিসেবে পরিচিত। তিনি সাবেক এমপি শাহিন চাকলাদার গ্রুপের সদস্য ছিলেন। রাজনৈতিক অঙ্গনে সক্রিয় থাকার পাশাপাশি তিনি ব্যক্তিগত জীবনেও বিভিন্ন সময় আলোচনায় উঠে আসেন।
সৌরভের সঙ্গে দেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনির ২০১২ সালের ২৮ এপ্রিল বিয়ে হয়। তাদের দেনমোহর ধার্য ছিল এক লাখ টাকা। কিন্তু বিয়ের দুই বছর পর থেকেই দাম্পত্য জীবনে টানাপোড়েন শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। সৌরভ কেশবপুর পৌরসভার সাবেক নারী কাউন্সিলর শাহানা কবির ফতেমার ছেলে।
No comments:
Post a Comment