যশোর থেকে চট্টগ্রামে শিশু অপহরণ মামলার আসামি গ্রেপ্তার, মুক্তিপণের টাকা উদ্ধার - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

ads

a1

Friday, March 28, 2025

যশোর থেকে চট্টগ্রামে শিশু অপহরণ মামলার আসামি গ্রেপ্তার, মুক্তিপণের টাকা উদ্ধার


চট্টগ্রামের বোয়ালখালী থানায় দায়ের করা একটি শিশু অপহরণ মামলার অন্যতম আসামি মহিউদ্দিনকে যশোরের শার্শা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মুক্তিপণের ৩,৯৮,০০০ টাকা উদ্ধার করা হয়।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জের অনুরোধের ভিত্তিতে শার্শা থানার পুলিশ সুপার নির্দেশক্রমে নাভারণ সার্কেলের কর্মকর্তাদের সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রথমে বেনাপোল থানাধীন পোড়াবাড়ি কলেজ মোড় এলাকা থেকে জহিরুল নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দুর্গাপুর গ্রামের আয়াতুল্লার ছেলে ইকবালকে জিজ্ঞাসাবাদ করা হলে জানা যায়, মহিউদ্দিন নামের এক ব্যক্তি ব্যবসায়িক লেনদেনের কথা বলে ইকবালের কাছ থেকে বিকাশ/নগদ এজেন্ট নাম্বার নেন এবং জহিরুলের নাম্বারে ৪,০১,১২৬ টাকা পাঠান।

তদন্তের পর পুলিশ ইকবাল ও জহিরুলকে হেফাজতে নেয় এবং কৌশল অবলম্বন করে ২৭ মার্চ সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বেনাপোল পোর্ট থানাধীন পোড়াবাড়ী কলেজ মোড় এলাকা থেকে মূল অপহরণকারী মহিউদ্দিনকে গ্রেপ্তার করে। অভিযানে উদ্ধার করা হয় মুক্তিপণের ৩,৯৮,০০০ টাকা ও একটি স্মার্টফোন।

গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধার করা টাকা বোয়ালখালী থানার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. শাহাজাহানের কাছে হস্তান্তর করা হয়েছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad