যশোরে যুবলীগ নেতার বউ নিয়ে ছাত্রলীগ নেতা উধাও - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

hil

Tuesday, March 4, 2025

যশোরে যুবলীগ নেতার বউ নিয়ে ছাত্রলীগ নেতা উধাও


 

যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়ন যুবলীগ নেতা মোহাম্মদ আলী ক্লে'র (৪৮) স্ত্রী শারমিন সুলতানা তমা (৪২) কে নিয়ে পালিয়েছেন ছাত্রলীগ নেতা ইমরান হোসেন (২৫) ওরফে টোকাই ইমরান। তমা যুব মহিলা লীগের নেত্রী ছিলেন।

জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর ছাত্রলীগ নেতা ইমরান হোসেন ওরফে টোকাই ইমরান স্বপরিবারে এলাকা ছেড়ে পালিয়ে যায়৷ কিন্তু ইউনিয়ন যুবলীগ নেতা ক্লে একাই পালিয়ে যায়৷ কিছু দিন পর ওই ছাত্রলীগ নেতা যুবলীগ নেতার স্ত্রীকে নিয়ে পালিয়ে যায়৷ সম্প্রতি ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয়রা জানিয়েছেন ৫ আগষ্টের পরই যুব মহিলা লীগ নেত্রী তমা ও ছাত্রলীগ নেতা টোকাই ইমরান ঘর বাধার স্বপ্ন নিয়ে পালিয়ে গেছে। যা এতদিন লোকচক্ষুর আড়ালে ছিল। ইমরান নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের যশোর সদর উপজেলা শাখার সদস্য ছিল। এলাকায় সে টোকাই ইমরান নামে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।

পতিত আওয়ামী লীগ সরকারের আমলে ইমরান এবং তমা এক সঙ্গে থাকত। বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে এক সঙ্গে যাতায়াত করতো। অনেক সময় গভীররাতে ফিরতো আবার কোনো কোনো রাতে ফিরতো না। কিন্তু ইমরান আর তমার বয়সের ব্যাপক ফারাক থাকায় কেউ কখনো সন্দেহ করেনি৷।

এদিকে আত্মগোপনে থাকা যুবলীগ নেতা মোহাম্মদ আলী ক্লে বিভিন্ন মাধ্যমে নিজ এলাকায় স্ত্রীকে ফিরে পেতে চেষ্টা করছেন। কিন্তু ইমরানও পলাতক থাকায় ঘটনাটির কোনো সমাধান হয়নি।

ইমরান হোসেন ওরফে টোকাই ইমরান কচুয়া ইউনিয়নের নিমতলি গ্রামের হাদিউজ্জামানের ছেলে। যুব মহিলা লীগ নেত্রী শারমিন সুলতানা তমা কচুয়া ইউনিয়নের দেয়াপাড়ার স্কুল মাঠ পাড়ার আব্দুল ওহাব মোল্লার মেয়ে। তমার দুটি সন্তান রয়েছে। ইমরান অবিবাহিত ছিল।

No comments:

Post a Comment

Post Bottom Ad