যশোরের চৌগাছা উপজেলায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীর (১০) ওপর ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবক মো. মিঠু (২৮)-এর বিরুদ্ধে।
রোববার দুপুর সাড়ে ১১টার দিকে উপজেলার মহেশপুর সীমান্তবর্তী একটি গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটির পরিবারের বরাতে জানা যায়, মিঠু তাকে ফুঁসলিয়ে মাঠে নিয়ে যায় এবং নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক নির্যাতনের চেষ্টা করে। শিশুটি চিৎকার করলে এবং তার হাতে কামড় দিলে মিঠু পালিয়ে যায়। শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে দ্রুত সরে পড়ে।
পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, যেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় শিশুটির পরিবার চৌগাছা থানায় অভিযোগ দায়ের করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, পুলিশ অভিযুক্তকে ধরতে অভিযান চালাচ্ছে এবং দ্রুত তাকে আইনের আওতায় আনা হবে।
No comments:
Post a Comment