ভূমিকম্পে ব্যাংককে ৩০ তলা ভবনধস, আটকা ৮০ শ্রমিক - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

ads

a1

Friday, March 28, 2025

ভূমিকম্পে ব্যাংককে ৩০ তলা ভবনধস, আটকা ৮০ শ্রমিক

 


ভূমিকম্পের আঘাতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি নির্মাণাধীন ৩০ তলা বিশিষ্ট আকাশচুম্বী ভবন ধসে পড়েছে। এতে কমপক্ষে ৮০ জন শ্রমিক ভবনের ধ্বংসস্তূপে আটকা পড়েছে বলে মনে করা হচ্ছে। তাদের উদ্ধারে অনুসন্ধান অভিযান শুরু চলছে।

শুক্রবার (২৮ মার্চ) মিয়ানমারে ৭.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে দেশটির পাশাপাশি প্রতিবেশী দেশ থাইল্যান্ডর রাজধানী শহর ব্যাংকককেও প্রকম্পিত করেছে। এতে শহরের অনেক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 

ভূমিকম্পে স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটে থাই রাজধানীর উত্তরে অবস্থিত একটি নির্মাণাধীন সরকারি ভবন ধসে পড়ে। ফোন ক্যামেরায় ধারণ করা একটি ভিডিওতে ভবনধসের দৃশ্য ধরা পড়েছে। 

তাতে দেখা যাচ্ছে, শহরের চাতুচক জেলার ৩০ তলা ভবনটি ভেঙে পড়ছে। ভবনটি অনেকটা তাসের ঘরের মতো কয়েক সেকেন্ডের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয়।

সরকারি চ্যানেল এনবিটির তথ্যানুসারে, ভূমিকম্পের সময় ব্যাংককের জনপ্রিয় জেজে মার্কেটের কাছের ভবনটিতে ৪০০ জনের মতো শ্রমিক কাজ করছিল। এর মধ্যে ৮০ জন শ্রমিকের খোঁজ পাওয়া যাচ্ছে না। তারা ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
 
উদ্ধারকারীরা ধ্বংসস্তূপে অনুসন্ধান শুরু করেছে। এদিকে প্রধানমন্ত্রী পায়েতংতার্ন সিনাওয়াত্রা আগামী কয়েক ঘন্টায় ভূমিকম্পের আফটারশকের জন্য জনসাধারণকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। 
 
তিনি সাংবাদিকদের বলেছেন, ‘আমি আপনাদের সকলকে শান্ত থাকার অনুরোধ করছি, প্রতিটি সংস্থা ও মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে এবং তারা [সাহায্য করার] জন্য প্রস্তুত।’ 
খবরে বলা হয়েছে, রাজধানী ও এর বাইরে অন্য ভবনগুলো ভূমিকম্পে দুলছিল এবং অনেক ভবনের ছাদের সুইমিং পুলগুলোর পানি ছড়িয়ে পড়ছিল। ভূমিকম্পের মুহূর্তে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষজন ঘর থেকে বের হয়ে রাস্তায় নেমে আসে। 
 
তথ্যসূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

No comments:

Post a Comment

Post Bottom Ad