যশোর, ১৯ মার্চ ২০২৫: প্রতারণার মাধ্যমে প্রায় এক কোটি টাকার সরকারি ইউরিয়া সার আত্মসাতের ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে ৩,০১৫ বস্তা সার, যার বাজারমূল্য প্রায় ৪২ লাখ টাকা।
অভিযোগকারী মোস্তাফিজুর রহমান মিল্টন জানান, নওয়াপাড়া ঘাট থেকে ফরিদপুরের টেপাখোলা বাফার গোডাউনে সার পাঠানোর জন্য তিনি পরিচিত দুই ব্যক্তি, মিলন হোসেন ও আবু বক্করের সঙ্গে যোগাযোগ করেন। তারা বিশ্বস্ততার আশ্বাস দিলে তিনি তাদের মাধ্যমে সার পাঠানোর সিদ্ধান্ত নেন।
৩ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত ৪৮টি ট্রাকে করে মোট ৩১,৩৬০ বস্তা সার পাঠানো হয়, যার মূল্য প্রায় ৪.৩৯ কোটি টাকা। কিন্তু গন্তব্যে পৌঁছায় মাত্র ৩৩টি ট্রাক। বাকি ১৫টি ট্রাকে থাকা ৭,১৪০ বস্তা সার (মূল্য প্রায় এক কোটি টাকা) গন্তব্যে পৌঁছেনি। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি থানায় অভিযোগ দায়ের করেন, যার ভিত্তিতে মামলা রুজু হয়।
জেলা পুলিশ সুপার রওনক জাহানের নির্দেশনায় ডিবি যশোর তদন্ত শুরু করে। ১৩ মার্চ রাতে অভয়নগরের ভাঙ্গাগেট এলাকা থেকে আসামি আবু বক্কর ও মিলন হোসেনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা অপরাধ স্বীকার করলে ১৪ মার্চ বাঘারপাড়া থেকে ৪৩৫ বস্তা সার উদ্ধার করা হয়।
পরবর্তী অভিযানে ১৬ মার্চ শার্শার বাগআচড়া বাজার থেকে ৮০০ বস্তা, ১৭ মার্চ যশোর কোতয়ালির পুলেরহাট বাজার থেকে ৪৬০ বস্তা, ঝিনাইদহের বারোবাজার থেকে ৯২০ বস্তা, এবং ১৯ মার্চ মণিরামপুরের জয়পুর গোপের বাজার থেকে আরও ৪০০ বস্তা সার উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত তিন আসামি হলেন:মোঃ মিলন হোসেন (৪৫), যশোর কোতয়ালী থানা,মোঃ আবু বক্কার (৫০), অভয়নগর থানা,উজ্জল কুমার সাহা (৩৫), বাঘারপাড়া থানা
আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
No comments:
Post a Comment