যশোর শহরের গাড়িখানা রোডের মসজিদ গলিতে একসাথে আটটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৬ মার্চ) ভোর ৬টা থেকে ৭টা ১০ মিনিটের মধ্যে অজ্ঞাতপরিচয় চোরেরা এসব দোকানে হানা দেয়। চুরির ঘটনায় কয়েকটি দোকান থেকে নগদ টাকা লুট করা হয়েছে, অন্যগুলোতে তছনছ করা হয়।
ভুক্তভোগী ব্যবসায়ীদের অভিযোগ, রাতের বেলা দোকান বন্ধ করে বাড়ি ফিরে গেলে সকালে স্থানীয়দের মাধ্যমে তারা চুরির খবর পান। ঘটনাস্থলে এসে তারা দেখেন, দোকানের শাটার আংশিক ভাঙা, ক্যাশবাক্স ভাঙা, এবং নগদ টাকা উধাও হয়ে গেছে।
চুরি হওয়া দোকান ও লুট হওয়া অর্থের পরিমাণ:
-
চায়না বাটারফ্লাই: ১.৫ লাখ টাকা
-
ইসলাম প্রিন্টিং প্রেস: ৭০ হাজার টাকা
-
রাব্বী প্রিন্টার্স অ্যান্ড স্টেশনারী: ১০ হাজার টাকা
-
জনি স্টেশনারী: ১০ হাজার টাকা
এছাড়া এসবি পেপার, হাফিজ পেপার, সাহিদ কম্পিউটার অ্যান্ড প্রিন্টার্স, ইউ এ এন্টারপ্রাইজ-এও চুরির চেষ্টা করা হলেও সেখান থেকে কোনো অর্থ বা মূল্যবান সামগ্রী চুরি হয়নি।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু হয়েছে। চোরেরা পেছন দিক থেকে প্রবেশ করে চুরি করেছে, কারণ মার্কেটের সামনের কলবসিবল গেটে তালা লাগানো ছিল। অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানান তিনি।
এ ঘটনায় ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছেন এবং চুরির সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।
No comments:
Post a Comment