দুর্নীতি মামলায় স্বাস্থ্য অধিদফতরের সেই গাড়ি চালক মালেকের ১৩ বছরের কারাদণ্ড - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

ads

a1

Sunday, March 23, 2025

দুর্নীতি মামলায় স্বাস্থ্য অধিদফতরের সেই গাড়ি চালক মালেকের ১৩ বছরের কারাদণ্ড


 

জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের মামলায় স্বাস্থ্য অধিদফতরের সাবেক গাড়ি চালক মালেককে দুদক আইনের দু’টি ধারায় ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২৩ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক জাকারিয়া হোসেনের আদালত দুদক আইনের দু’টি ধারায় এ রায় দেন। দুদকের আইনজীবী বলছেন, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এই রায় দিয়েছেন আদালত। তবে আইনগতভাবে এই রায় সঠিক হয়নি বলে দাবি করেছেন আসামিপক্ষের আইনজীবী।

জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে তাকে ১০ বছরের কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ড, অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৬ মাস কারাভোগ করতে হবে। এছাড়া তথ্য গোপনের অভিযোগে তিন বছরের সশ্রম কারাদণ্ড, এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

অবৈধভাবে অর্জিত এক কোটি ৫০ লাখ ৩১ হাজার ৮১০ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত।

রায় ঘোষণার সময় মালেককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়। আগামী ১৬ এপ্রিল মালেক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অপর একটি মামলার রায় ঘোষণা করবেন একই আদালত।

সবশেষ দুর্নীতির অভিযোগে ২০১৯ সালে মালেকের বিরুদ্ধে মামলা করে দুদক। পরে ২০২২ সালে তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় সংস্থাটি। এরপর শুরু হয় আনুষ্ঠানিক বিচার।

No comments:

Post a Comment

Post Bottom Ad