যশোর সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামারে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। এ সংক্রমণের প্রেক্ষিতে খামারের ২ হাজার ৭৮টি মুরগি মেরে পুঁতে ফেলা হয়েছে।
জানা গেছে, গত ১২ মার্চ খামারে মুরগি মারা যাওয়ায় নমুনা ঢাকার ল্যাবে পাঠানো হয়। পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসার পর ১৩ মার্চ খামারের ছয়টি শেডের ২ হাজার ৭৮টি মুরগি নিধন করা হয়। পাশাপাশি, শেড খালি করে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা হয়েছে।
যশোর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খামারে বর্তমানে কোনো মুরগি নেই এবং শেডগুলো সম্পূর্ণ পরিষ্কার করা হয়েছে। খামারিদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, সরকারি খামারের বাইরে ময়লা ফেলার স্থান এবং খামারে পাখির আনাগোনা থাকায় ভাইরাস ছড়ানোর আশঙ্কা থাকে। তবে কীভাবে সংক্রমণ ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
প্রাণিসম্পদ বিভাগ খামারিদের পরামর্শ দিয়েছে, কোনো খামারে মুরগি মারা গেলে দ্রুত ল্যাব পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে হবে। সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
No comments:
Post a Comment