আগামী ১৫ দিনের মধ্যে অন্তর্বর্তী সরকারের ছাত্র প্রতিনিধিদের পদত্যাগ করতে হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান।
মঙ্গলবার (১৮ মার্চ) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
রাশেদ খান বলেন, জাতীয় নাগরিক কমিটি এবং বৈবিছআর নিয়োগে সরকারি দপ্তরে যারা চাকরি পেয়েছে তাদের পদত্যাগ করতে হবে। তারা পদত্যাগ না করলে অন্যান্য রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি পালন করবে গণঅধিকার পরিষদ।
তিনি বলেন, রাজনৈতিক দল গঠনের জন্য ছাত্রদের সরকারে বসায়নি জনগণ। নিরপেক্ষ নির্বাচন এই সরকারের অধীনে হবে কিনা তাও প্রশ্নবিদ্ধ। এই সরকার নগ্নভাবে একটি নির্দিষ্ট দলের পক্ষপাতিত্ব করছে।
মুহাম্মদ রাশেদ খান বলেন, ড. ইউনুসের চতুর্দিকে যারা আছেন তারা আওয়ামী লীগের দালাল। আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে টাকা-পয়সা নিচ্ছে এই সরকারের ২-১ জন উপদেষ্টা।
তিনি আরও বলেন, আগামী ১৫ দিনের মধ্যে সরকারের ছাত্র প্রতিনিধি আসিফ এবং মাহফুজকে পদত্যাগ করতে হবে। তা-নাহলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। এমনকি যমুনা ঘেরাও করা হবে।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, আদালতের রায় অনুযায়ী ড. ইউনুসের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। ইসলামিক শক্তিকে সহ্য করতে পারছেন না উপদেষ্টা মাহফুজ আলম। মাহফুজ আলমের মতো নৈরাজ্য সৃষ্টিকারী ব্যক্তি উপদেষ্টা পদে বহাল থাকতে পারেন না।
তিনি বলেন, সরকার নিরীহ আওয়ামী লীগ কর্মীদের গ্রেপ্তার করছে। অথচ বড়-বড় নেতাদের গ্রেপ্তার করছে না।
No comments:
Post a Comment