যশোরের কোতোয়ালী মডেল থানার উপশহর এলাকায় এক নারীর বাসায় ঢুকে তার চার বছরের সন্তানের গলায় ছুরি ধরে রেখে ধর্ষণের চেষ্টা চালানোর অভিযোগে মোঃ হাসান (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
১৬ মার্চ রাত ৯টার দিকে ভুক্তভোগী নারী তার চার বছরের মেয়েকে নিয়ে বাসায় অবস্থান করছিলেন। অভিযুক্ত হাসান, যিনি বাদীর পূর্ব পরিচিত, মোবাইল চার্জ দেওয়ার অজুহাতে তার বাসায় প্রবেশ করে। কিছুক্ষণ পর রান্নাঘরে থাকা অবস্থায় ওই নারী তার সন্তানের কান্না শুনতে পান। দ্রুত ঘরে গিয়ে দেখেন, হাসান তার মেয়ের গলায় ধারালো ছুরি ধরে রেখেছে।
সন্তানকে রক্ষা করতে গেলে হাসান ওই নারীকে জাপটে ধরে এবং তার সঙ্গে অশালীন আচরণ করে। একপর্যায়ে সে ছুরি দিয়ে তার হাতে আঘাত করে।
ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(৪)(খ) ধারাসহ ৩২৩/৩২৪/৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়।
ঘটনাটি গুরুত্ব সহকারে বিবেচনা করে যশোরের পুলিশ সুপার দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ মাত্র দুই ঘণ্টার মধ্যে মনিহার বাসস্ট্যান্ড এলাকা থেকে পালানোর চেষ্টাকালে হাসানকে গ্রেফতার করে।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনায় ব্যবহৃত ছুরি ও রক্তমাখা গেঞ্জি উদ্ধার করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
No comments:
Post a Comment