যশোরের শার্শার সীমান্ত থেকে ৯৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

ads

a1

Wednesday, March 26, 2025

যশোরের শার্শার সীমান্ত থেকে ৯৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার



যশোরের বেনাপোল শার্শার সীমান্তবর্তী বাহাদুরপুর এলাকা থেকে ৯৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের খবর জানিয়েছে র‌্যাব। বুধবার ভোরে বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের মানিকিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. মিনাজুলের বাড়ি থেকে মাদকের চালানটি আটক করা হয়।

যশোর র‌্যাব-৬ কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহম্মদ রাসেল জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. সবুজ হোসেন মুন্না (২৯), যিনি মানিকিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. মিনাজুলের ছেলে।

র‌্যাব জানায়, মুন্না সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য স্বল্প মূল্যে সংগ্রহ করে যশোরসহ দেশের বিভিন্ন জেলায় বেশি দামে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।

অভিযান সম্পর্কে স্কোয়াড্রন লিডার রাসেল বলেন, "কতিপয় মাদক ব্যবসায়ী মানিকিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. মিনাজুলের বাড়িতে গাঁজা বিক্রির উদ্দেশ্যে মজুদ করেছে বলে গোপনে খবর পায় র‌্যাব। পরে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে সবুজ হোসেন মুন্নাকে গ্রেপ্তার করে।"

গ্রেপ্তারের পর মুন্নার দেওয়া তথ্যে পাকা রান্নাঘরের ভেতর টিনের ড্রামে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় মোট ৯৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

গ্রেপ্তারকৃত মুন্নার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad