যশোরে চাঁদ এগ্রো লিমিটেডে ডিপোতে চুরির ঘটনায় আটক ২ - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

a1

Wednesday, March 12, 2025

যশোরে চাঁদ এগ্রো লিমিটেডে ডিপোতে চুরির ঘটনায় আটক ২



 যশোর ঢাকা রোডের শেখহাটি বাবলাতলা এলাকায় অবস্থিত চাঁদ এগ্রো লিমিটেডের যশোর ডিপোতে ঘটে যাওয়া এক দুঃসাহসিক চুরির ঘটনায় যশোর ডিবি পুলিশ সফল অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে। এ সময় উদ্ধার করা হয়েছে প্রায় এক লাখ টাকা। মঙ্গলবার গভীর রাত থেকে শুরু হওয়া এই অভিযানের বিষয়ে জানিয়েছেন যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মুঞ্জুরুল হক ভূঁইয়া।

আটক দুইজন আসামি হলেন, যশোর শহরের পুরাতন কসবা বিমানবন্দর সড়ক, গোরাপাড়া এলাকার রমেশ দাসের ছেলে উত্তম দাস (৩২) এবং ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানা, কুড়িপাড়া তালসার বাজার এলাকার নিত্য গোপাল বিশ্বাসের ছেলে সাধন বিশ্বাস (৩৬)।

ডিবি পুলিশের ওসি মনজুরুল হক ভূঁইয়া সাংবাদিকদের জানান, চাঁদ এগ্রো লিমিটেডের ম্যানেজার সোহেল রানা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন যে, ২৬ ফেব্রুয়ারি রাতে অফিস শেষে বাসায় চলে যান। পরদিন সকালে অফিসে এসে তিনি দেখেন লকার খোলা এবং সেখানে থাকা ৫ লাখ ৭০ হাজার টাকা নেই। এরপর প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়। তদন্তের দায়িত্ব নেয় যশোর ডিবি পুলিশ।

মামলা তদন্তের অংশ হিসেবে, যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়া জানান, নবনিযুক্ত পুলিশ সুপার রওনক জাহানের নির্দেশে সঙ্গীয় ফোর্স এসআই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি টিম তথ্য প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালায়। এ অভিযানে, মঙ্গলবার গভীর রাতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার দৌলতদিয়া স্টেশনের ভাই ভাই উজ্জ্বল আবাসিক হোটেলের সামনে থেকে উত্তম দাসকে আটক করা হয়।

উত্তম দাস তার স্বীকারোক্তিতে ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, নগদ ৭৯ হাজার ৭৩০ টাকা উদ্ধার করা হয় এবং অপরাধে জড়িত থাকার অভিযোগে সাধন বিশ্বাসকেও (৩৬) যশোর শহরের বেজপাড়া এলাকা থেকে বুধবার ভোরে আটক করা হয়।

আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তারা আদালতে পাঠানো হয়েছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad