যশোরে শীর্ষ সন্ত্রাসী জাফরকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে একাধিক গ্রেফতারি পরোয়ানা ও ১৮টি মামলা রয়েছে। শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় শংকরপুর বাস টার্মিনাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত জাফর (২৮) শংকরপুর গ্রামের হান্নান ওরফে তনুর ছেলে। ডিবি পুলিশের ওসি মনজুরুল হক ভূঁইয়া জানান, জাফর দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে খুন, অস্ত্র, বিস্ফোরক ও মাদক সংক্রান্ত ১৮টি মামলা রয়েছে এবং তার নামে চারটি গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
ডিবি ওসি আরও জানান, গ্রেফতার হওয়ার পর জাফরকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
No comments:
Post a Comment