খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হকের উদ্যোগে ইফতার মাহফিলে অতিথিদের খাওয়ার পর বেঁচে যাওয়া খাবার সংগ্রহের ব্যবস্থা করা হয়, যা পরে এতিম ও দুস্থ শিশুদের মাঝে বিতরণ করা হয়।
গত বৃহস্পতিবার (২০ মার্চ) খুলনায় শহীদ পরিবার, সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়। অনুষ্ঠানে প্রতিটি ইফতার প্লেটের সামনে রাখা হয় একটি করে ‘সারপ্লাস বক্স’, যেখানে অতিথিরা তাদের অতিরিক্ত বা না খাওয়া খাবার রেখে দিতে পারেন। এসব খাবার পরবর্তীতে পথশিশু ও এতিমদের মাঝে বিতরণ করা হয়।
ডিআইজি রেজাউল হক জানান, এই উদ্যোগের মাধ্যমে খাবারের অপচয় রোধ করা সম্ভব হবে এবং যাদের খাবারের প্রয়োজন, তাদের সহায়তা করা যাবে। পরিকল্পনা অনুযায়ী, ৪০টি সারপ্লাস বক্সে প্রায় ১০০ শিশুর জন্য পর্যাপ্ত ইফতারি জমা হয়। ইফতার শেষে তিনি নিজেই গাড়িতে করে এসব খাবার খুলনা সদরের একটি এতিমখানায় পৌঁছে দেন।
এই উদ্যোগে ইফতার মাহফিলে উপস্থিত সাংবাদিক, বিশিষ্টজন ও অন্যান্য অংশগ্রহণকারীরা মুগ্ধতা প্রকাশ করেন। খুলনা জেলা ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহমদ মুসা রঞ্জু বলেন, "এটি নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ। খাবারের অপচয় রোধ করে তা দরিদ্রদের মাঝে বিতরণ করার এ রকম ব্যবস্থা অন্য ইফতার মাহফিলেও নেওয়া উচিত।"
খুলনা প্রেস ক্লাবের এক নির্বাহী সদস্য বলেন, "এটি সবার জন্য অনুপ্রেরণা হতে পারে। প্রতিদিন বিভিন্ন ইফতার অনুষ্ঠানে এমন ব্যবস্থা থাকলে সমাজের অনেক সুবিধাবঞ্চিত মানুষ উপকৃত হবেন।"
ডিআইজি রেজাউল হক জানান, "আমরা চাই, এই উদ্যোগটি আরও ছড়িয়ে পড়ুক। এটি নিয়ে সংবাদ করার দরকার নেই, তবে বিভিন্ন ইফতার মাহফিলে যদি এমন ব্যবস্থা চালু করা যায়, তাহলে ভালো ফল পাওয়া যাবে।"
এই ব্যতিক্রমী উদ্যোগ খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রশংসা কুড়িয়েছে। ভবিষ্যতে অন্যান্য সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে এমন উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন অনেকে।
No comments:
Post a Comment