গরু চোর সিন্ডিকেটের প্রধানকে গ্রেফতারের ক্ষোভে ওসির বাড়ি থেকে গরু লুট! - Jashore Tribune

Home Top Ad

Post Top Ad

a1

Sunday, March 2, 2025

demo-image

গরু চোর সিন্ডিকেটের প্রধানকে গ্রেফতারের ক্ষোভে ওসির বাড়ি থেকে গরু লুট!

Cox-bzzar-Pic

 

কক্সবাজারের পেকুয়া-বরইতলী সড়কে গরু চুরির ঘটনা ঘটেছে। চুরির সময় বাসিন্দারা টের পেয়ে চোর বলে চিৎকার করলে গুলি ছুড়ে পিকআপে গরু নিয়ে পালিয়ে যায় চোরেরা।

রোববার (২ মার্চ) রাত সোয়া একটার দিকে পেকুয়া-বরইতলী সড়কের পূর্হাব মেহেরনামা সালাহউদ্দিন ব্রিজ নামক এলাকার মাস্টার আহমদ কবিরের বাড়িতে ঘটনাটি ঘটে।

মাস্টার আহমদ কবিরের ছেলে, মনিরুল কবির রাশেদ গরুগুলো পালন করতেন। তার বড়ভাই জাহেদুল কবির চট্টগ্রাম শহরের চকবাজার থানার ওসি।

স্থানীয়রা জানায়, চকরিয়া-পেকুয়ায় গরু চুরির ঘটনা অহরহ। গরু চুরির জন্য অনেককে নির্ঘুম রাত কাটাতে হচ্ছে। গরু চোর সিন্ডিকেটের প্রধান সাহারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নবী হোসাইনকে গ্রেফতার করা হলেও থামেনি গরু চুরি।

স্থানীয়দের ধারণা, সম্প্রতি চট্টগ্রামের চকবাজার থানা এলাকা থেকে গরু চোর সিন্ডিকেটের প্রধান নবী হোসাইনকে গ্রেফতার করেন থানার ওসি জাহিদুল কবির। এই ক্ষোভ থেকেই ওসির গ্রামের বাড়ি থেকে গরু লুট করার ঘটনা ঘটে থাকতে পারে।

পেকুয়া থানা পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীরা লিখিতভাবে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages