যশোরে বিদেশে পাঠানোর নামে অর্থ আত্মসাৎ চক্রের দুই সদস্য আটক - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

a1

Tuesday, February 25, 2025

যশোরে বিদেশে পাঠানোর নামে অর্থ আত্মসাৎ চক্রের দুই সদস্য আটক

 

বিভিন্ন দেশে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে বিদেশে পালানোর সময় প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে যশোর জেলা সিআইডি।

সোমবার রাত ৯ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানবন্দরের পার্শ্ববর্তী এলাকা থেকে প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করা হয়।

আটক আসামিরা হলেন, মুন্সিগঞ্জ জেলার তোফাজ্জ্বল হোসেনের ছেলে নবীন হোসন সাগর ও তার সৎ ভাই চাঁদপুর জেলার কবির সরদারের ছেলে নাহিয়ান হোসেন নাহিদ।

যশোর সিআইডির পরিদর্শক কাজী কামাল জানান, কোতয়ালী মডেল থানায় উক্ত প্রতারক চক্রের বিরুদ্ধে মামলা হয়, উক্ত মামলার প্রেক্ষিতে তাদেরকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা এইভাবে বিগত সময়ে প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ টাকা অসহায় মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছে, প্রতারক চক্রের বাকি সদস্যদের আটকের জন্য জিজ্ঞাসাবাদ শেষ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদেরকে আদালতে হস্তান্তর করা হবে।

No comments:

Post a Comment

Post Bottom Ad