মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে ডাকা অবস্থান কর্মসূচি স্থগিত করেছে জামায়াতে ইসলামী।
সোমবার সন্ধ্যায় দলটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তাদের কর্মসূচি স্থগিত করার কথা জানানো হয়।
এর আগে সোমবার বিকেল চারটায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাতের সময় জামায়াতের নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের উপস্থিত ছিলেন।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ বিবিসি বাংলাকে জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াতের আমির দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
ওই সাক্ষাতের পরেই সন্ধ্যায় দলটি এক বিজ্ঞপ্তির মাধ্যমে জামায়াত আমিরের অবস্থান কর্মসূচি স্থগিতের কথা জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মি. আকন্দ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, "দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ২৫শে ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে।"
এতে আরও বলা হয়, জামায়াতে ইসলামীর সিনিয়র নেতৃবৃন্দের অনুরোধের প্রেক্ষিতে জামায়াতের আমির শফিকুর রহমান তার স্বেচ্ছায় গ্রেফতার হওয়ার কর্মসূচিও আপাতত স্থগিত করা হয়েছে।
এর আগে জামায়াতের আমির শফিকুর রহমান তাদের দলের নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে স্বেচ্ছায় গ্রেফতার হওয়ার কথা জানিয়ে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলেন।
No comments:
Post a Comment