যশোরে টিকটকের মাধ্যমে অন্তর্বতী সরকার বিরোধী ও আওয়ামী লীগের পক্ষে অপপ্রচার ছড়ানোর অভিযোগে রায়হান রানা (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ইজিবাইক চালক ও স্কুলছাত্র হত্যা, ছিনতাই ও মাদক কারকারীর অভিযোগ রয়েছে। আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) ভোরে যশোর সদর উপজেলার শেখহাটির নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়-যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওসমান গণি তুষারের ছেলে রায়হান রানার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। তিনি টিকটকের মাধ্যমে সরকারের বিরুদ্ধে যেমন অপ্রচারে লিপ্ত ছিল, তেমনি হতদরিদ্র স্কুলছাত্রকে হত্যা করে ইজিবাইক ছিনতায়ের মামলা রয়েছে। এরবাইরে কিশোর গ্যাংয়ের নেতৃত্বে থেকে মাদক কারবারীর সাথে জড়িত থাকার অভিযোগ গোয়েন্দাদের কাছে রয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবলু জানান, দীর্ঘদিন ধরে রায়হান হত্যা ও মাদক কারবারীসহ নানা অপরাধে জড়িত। সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটটে ভিডিও ছেড়ে অন্তর্বতী সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছিল। তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের উস্কে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিল। তাকে গ্রেফতারে আগেও অভিযান পরিচালনা করা হয়েছে কিন্তু এতদিন তাকে আটক করা সম্ভব হয়নি। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভোরের দিকে তাকে নিজ বাড়ি থেকে আটক করা সম্ভব হয়েছে।
শনিবার রাতের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল তার বাড়ি ঘেরাও করে এবং রোববার ভোরে তাকে গ্রেফতার করে। রায়হানের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে, জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী বাবলু।
No comments:
Post a Comment