সম্প্রচারের অনুমতি পেল বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল ‘চ্যানেল ওয়ান’। আজ সোমবার আপিল বিভাগ এ সংক্রান্ত আদেশ দেন।
২০১০ সালে তরঙ্গ বাতিল করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) দেওয়া চিঠি স্থগিত করেছেন আদালত। চ্যানেল ওয়ান সম্প্রচারে বাধা নেই বলে জানিয়েছেন আপিল বিভাগ।
২০১০ সালে সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে বিটিআরসি কর্মকর্তারা চ্যানেলটির গুলশান অফিসে গিয়ে সম্প্রচার বন্ধ করে দেন।
তৎকালীন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু তখন জানান, টেলিযোগাযোগ আইন লঙ্ঘন করে চ্যানেল ওয়ান কর্তৃপক্ষ সম্প্রচার যন্ত্রপাতি ব্যাংকে বন্ধক রেখে পরবর্তীকালে সেগুলো নিলামে বিক্রি করে দেওয়ার পরিপ্রেক্ষিতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছ।
No comments:
Post a Comment