মোহাম্মদপুরে ‘কবজি কাটা’ গ্রুপের প্রধান আনোয়ার গ্রেফতার' - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

a1

Tuesday, February 18, 2025

মোহাম্মদপুরে ‘কবজি কাটা’ গ্রুপের প্রধান আনোয়ার গ্রেফতার'

 

রাজধানী মোহাম্মদপুরের আতঙ্ককিশোর গ্যাংয়ের গডফাদার  কবজি কাটা গ্রুপের প্রধান আনোয়ার হোসেনকে দুই সহযোগীসহ গ্রেফতার করেছে ্যাব। সোমবার (১৭ ফেব্রুয়ারিকেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

দুর্ধর্ষ এই সন্ত্রাসী গ্রেফতারে স্বস্তি নেমে আসে মোহাম্মদপুর  আদাবর এলাকায়। র্যাব-পুলিশ-সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে গ্রুপের বেশ কয়েকজনকে আটক করলেওআনোয়ার ছিলেন ধরা ছোয়ার বাইরে। অবশেষে সোমবার এক ডজনেরও বেশি মামলার এই আসামিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় ্যাব এর একটি গোয়েন্দা দল।

টার্গেট ব্যক্তির হাতের কবজি কেটে উল্লাস করতেন আনোয়ার। দুর্ধর্ষ এই সন্ত্রাসীকে এলাকাবাসী চেনে কব্জি কাটা আনোয়ার নামে। ছিনতাইচুরিডাকাতিচাঁদাবাজিমাদক ব্যবসামানুষকে কুপিয়ে জখম কিংবা কুপিয়ে হত্যা-এমন কোন অপরাধ নেইযা কবজি কাটা আনোয়ার গ্রুপ করেনি।

আনোয়ারের আশ্রয়দাতা এক্সেল বাবু  লেদু হাসানকে গ্রেফতার দেখতে চায় এলাকাবাসী।

No comments:

Post a Comment

Post Bottom Ad