যশোরে ডিবি ও সেনাবাহিনী'র যৌথ অভিযান শীর্ষ সন্ত্রাসী ভাগ্নে ইমন সহ গ্রেফতার দুই - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

a1

Friday, February 14, 2025

যশোরে ডিবি ও সেনাবাহিনী'র যৌথ অভিযান শীর্ষ সন্ত্রাসী ভাগ্নে ইমন সহ গ্রেফতার দুই




 
যশোর ডিবি পুলিশের একদল চৌকষ ফোর্স মাদক ও অস্ত্র কারবারী এবং পেশাদার কিলার ভাগ্নে ইমনকে আটক করেছে। 
পরবর্তীতে আটককৃত আসামি ইমন কাজীকে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে স্বীকার করে যে, সে সহ তার অন্যান্য সহযোগীরা বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে সন্ত্রাসীমূলক কর্মকান্ড পরিচালনা করে থাকে এবং এরই ধারাবাহিকতায় তার অন্যান্য সহযোগীরা বর্তমানে অপরাধমূলক সন্ত্রাসী কর্মকান্ড সংঘটনের জন্য কোতয়ালী মডেল থানাধীন রেলগেট তেঁতুলতলা আদর্শপাড়া সাকিনস্থ তার সহযোগী আসামি মারুফ হোসেন সাগর((২৮) এর বাড়িতে অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করছে।
বিষয়টি যথাযথ উর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করলে উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ মোতাবেক যৌথবাহিনীর(সেনাবাহিনী, কোতয়ালী থানা পুলিশ ও ডিবি) নেতৃত্বে রেলগেট তেঁতুলতলা আদর্শপাড়ায় সাগরের বাড়ির সামনে অবস্থানকালে ডিবি পুলিশ ও যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মোটরসাইলের উপরে বসে থাকা কতিপয় দুষ্কৃতকারী দৌড়ে পালানোর সময় মোঃ সোহাগ শেখ (২৬) নামে একজনকে আটক করতে সক্ষম হয় এসময় ঘটনাস্থলে থাকা অজ্ঞতনামা আরো ৫/৬ দৌড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে আটককৃত আসামি সোহাগ ও ইমন কাজীকে যৌথ বাহিনীর উপস্থিতিতে ব্যাপক জিজ্ঞাসাবাদে ঘটনাস্থল থেকে পলাতক অন্যান্য আসামিদের নাম ঠিকান প্রকাশ করে এবং তাদের স্বীকারোক্তি ও দেখানো মোতাবেক পলাতক আসামি মারুফ হোসেন সাগর(২৮) এর বসত বাড়ি তল্লাশী করে তার শয়ন কক্ষের খাটের নিচে সাদা প্লাস্টিকের ব্যাগের ভিতর হতে একটি গাছি দা, একটি ধারালো ছুরি,দুটি ধারালো বার্মিজ চাকু , পলাতক আসামিদের ফেলে যাওয়া দুটি টিভি এস এ্যাপাসি মোটর সাইকেল উদ্ধার পূর্বক জব্দ করেছে।


No comments:

Post a Comment

Post Bottom Ad