যশোরের শেখহাটি মসজিদ মোড় এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে দুই নারী মাদক কারবারীর হেফাজত থেকে সাড়ে ৩শ পিস ইয়াবা উদ্ধার হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইয়াবার এই বিশাল চালানটি আটক করেন সংস্থাটির একদল চৌকষ ফোর্স।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর অফিসের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে-সাতক্ষীরার কলারোয়া উপজেলার রামভদ্রপুর গ্রামের রিপন গাজীর স্ত্রী আছিরন খাতুনের হেফাজত থেকে ২০০ পিস ও যশোর রেলগেট পশ্চিমপাড়ার শরিফুল ইসলামের স্ত্রী অনন্যা ইসলাম বিউটির দেখানো জায়গা থেকে আরও ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় উপপরিদর্শক এস এম শাহীন পারভেজ বাদী হয়ে কোতয়ালি মডেল থানায় মামলা করেছেন।
অন্যদিকে, একইদিন রাত সাড়ে ৯টার দিকে শেখহাটি হাইকোর্ট মোড় সংলগ্ন উপশহর ৯ নং সেক্টর এলাকা থেকে ১১৮ বোতল ফেনসিডিলসহ মিজানুর রহমান (৫১) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। আসামী ঘোপ জেল রোড এলাকা মৃত আব্দুল কাদেরের ছেলে। মাদক দ্রব্য অধিপ্তরের অভিযান আঁচ করতে পেরে মিজানুরের স্ত্রী তহমিনা ইয়াছমিন (৩৩) পালিয়ে যায়। তারা স্বামী-স্ত্রী মিলে মাদকের বেচাবিক্রির সাথে জড়িত। এ ঘটনায় উপপরিদর্শক মোঃ সাইদুর রহমান বাদী হয়ে আসামীদ্বয়ের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর এর উপপরিচালক মোঃ আসলাম হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এসব অভিযান পরিচালনা করা হয়েছে।
No comments:
Post a Comment