বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Tuesday, January 7, 2025

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত


 

মঙ্গলবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন,যশোর জেলা শাখার উদ্যোগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যশোর জেলা শাখার আহ্বায়ক রাশেদ খান এর নেতৃত্বে, ‘সড়ক দুর্ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যশোর জেলা শাখার সমন্বয়ক মোঃ মারুফ হোসেন সুকর্ন গুরুতর আহত হওয়ার প্রতিবাদে এবং যশোর-ঝিনাইদহ ও যশোর-খুলনা মহাসড়ক দ্রুত সংস্কারের দাবিতে’এক সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি যশোর শহরস্থ পালবাড়ি মোড়ে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যশোর জেলা শাখার সদস্য সচিব জেসিনা মুর্শিদ প্রাপ্তি, মুখপাত্র ফাহিম আল ফাত্তাহ, মূখ্য সংগঠক আল মামুন লিখন,যুগ্ম আহ্বায়ক সাইদ আহমেদ রিজভী,সংগঠক ইব্রাহিম খলিল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।   

বক্তারা তাদের বক্তব্যে বলেন,বিগত ৩/৪ বছর পূর্বে যশোর-খুলনা মহাসড়ক সংস্কার করা হলেও নিম্নমানের বিটুমিন ব্যবহারের ফলে উক্ত মহাসড়ক ভেঙ্গে যান চলাচলের অনুপযোগী হয়ে গেছে। মহাসড়কের এই বেহালদশার জন্য প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে।

সড়ক দুর্ঘটনার জন্য বক্তারা শুধু গাড়িচালকদের দায়ী না করে প্রশাসনকেও দায়ী করেন। তারা অবিলম্বে যশোর-ঝিনাইদহ এবং যশোর-খুলনা মহাসড়ক সংস্কারের দাবি জানান। আগামী সাত দিনের মধ্যেও যদি সড়ক সংস্কারের কাজ শুরু না করা হয় তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সড়ক ভবন ঘেরাও করবেন বলে কর্মসূচি থেকে ঘোষণা করা হয়।

No comments:

Post a Comment

Post Bottom Ad