প্রশ্ন : সাধারণত গোসল করলে আমি আর অযু করে থাকি। কিন্তু ওইদিন একজন আমাকে বলছেন যে, গোসলের পরপরই অযু করার প্রয়োজন নেই। এটা কতটুকু যৌক্তিক?
উত্তর : আসলে প্রয়োজন নেই। কারণ, ফরজ গোসলে তো আগেই অজু করা হয়। পরে গোসল। সাধারণ গোসলেও অজুর জায়গাগুলো ধোয়া সম্পূর্ণ হয়ে গেলে পবিত্রতা অর্জনের জন্য আলাদা আর অজুর প্রয়োজন হয় না। তবে, সওয়াবের আশায় কেউ নতুন অজু করলে করতেও পারে। জরুরী মনে করে করার প্রয়োজন নেই।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
No comments:
Post a Comment