যশোরের ঝিকরগাছায় উদ্ভাবক মিজানের স্বপ্নের মডেল মসজিদের নির্মাণ কাজ শুরু - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Sunday, December 8, 2024

যশোরের ঝিকরগাছায় উদ্ভাবক মিজানের স্বপ্নের মডেল মসজিদের নির্মাণ কাজ শুরু


 

যশোরের ঝিকরগাছার নাভারন ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে উদ্ভাবক মিজানুর রহমান তার দীর্ঘ ছয় বছরের স্বপ্নের মডেল মসজিদ নির্মাণের কাজ শুরু করেছেন। মসজিদের পাশাপাশি তিনি তিনটি মাদ্রাসা নির্মাণের পরিকল্পনাও করেছেন।

রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে রঘুনাথপুর গ্রামে মসজিদের জমিতে দোয়া ও ভিত্তি খননের মধ্য দিয়ে এই মডেল মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করেন জমিদাতা পরিবারের সদস্য আলাউদ্দীন নান্নু মুন্সী। এই মডেল মসজিদটির নামকরণ করা হবে 'হযরত শাহজালাল (রহঃ) ইসমাঈল মুন্সী জামে মসজিদ'।

উদ্ভাবক মিজানুর রহমান জানান, ২০১৮ সাল থেকে তিনি ভিক্ষুক, পথচারী ও ছিন্নমূল মানুষের জন্য ফ্রি-খাবারের ব্যবস্থা এবং এতিম শিশুদের জন্য মাদ্রাসা চালু করেছেন। এই মাদ্রাসায় এতিম শিশুরা পড়াশোনা শুরু করেছে। সেই সময় থেকেই তার স্বপ্ন ছিল একটি মডেল মাদ্রাসা নির্মাণের। ছয় বছর পর আজ তার সেই স্বপ্ন বাস্তবায়নের প্রথম পদক্ষেপ নেওয়া হলো।

তিনি আরও জানান, এই মডেল মসজিদটি হবে পাঁচতলা বিশিষ্ট আধুনিক মসজিদ। মসজিদটির নির্মাণের জন্য ইসমাঈল মুন্সীর পরিবার ২০ শতক জমি দান করেছে। এর পাশাপাশি এতিম শিশুদের জন্য একটি মাদ্রাসা এবং এতিমখানা তৈরি করার পরিকল্পনাও রয়েছে। সিলেটের মরহুম মনোহর আলী মাস্টারের পাখি বাড়ি এই প্রকল্পে সার্বিক সহায়তা করছে। এছাড়া, তার ব্যক্তিগত তহবিল এবং দাতা সদস্যদের সাহায্যেও নির্মাণ কাজ এগিয়ে চলছে। মডেল মসজিদটি নির্মাণে অনেক অর্থের প্রয়োজন, তাই তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

জমিদাতা পরিবারের সদস্য আলাউদ্দীন নান্নু মুন্সী বলেন, ‘মিজানুর রহমানের মানবিক কাজগুলো আমি অনেক দিন ধরে দেখে আসছি। তার কাজ দেখে আমার মনে হয়েছে, তাকে সহযোগিতা করা উচিত। তার স্বপ্ন ছিল একটি মডেল মসজিদ তৈরি করার। তার পরিকল্পনা জানার পর আমরা এই মসজিদ নির্মাণের জন্য জমি দান করেছি। এমন একটি মহৎ কাজে অংশ নিতে পেরে আমি এবং আমার পরিবার অনেক আনন্দিত। আমি বিশ্বাস করি, শীঘ্রই এই মডেল মসজিদটি সম্পূর্ণ হবে।’

No comments:

Post a Comment

Post Bottom Ad