যশোরে জাতীয় সঙ্গীত, বর্ণাঢ্য শোভাযাত্রা ও মোমবাতি প্রজ্বলনের মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় ৬ ডিসেম্বর যশোর মুক্ত দিবস পালিত হয়েছে । দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে শহরের মুন্সি মেহেরুল্লাহ ময়দানে বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধণ করেন জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। এরপর বাদ্যযন্ত্রের তালে তালে যশোরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি শহরের দড়াটানা, চিত্রামোড় প্রদক্ষিণ করে মুন্সি মেহেরুল্লাহ ময়দানে গিয়ে শেষ হয়।
র্যালিতে অংশ নেন জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। সবার কণ্ঠে ছিল দেশপ্রেমের সুর, হাতে ব্যানার ও ফেস্টুনে ফুটে উঠেছে মুক্তিযুদ্ধের ইতিহাস। র্যালির শুরুর আগে মুক্তিযুদ্ধের চেতনা ও যশোর মুক্ত দিবসের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর যশোর শত্রুমুক্ত হয়, যা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায়। এই দিনটি যশোরবাসীর জন্য গর্বের এবং মুক্তিযুদ্ধের আত্মত্যাগকে স্মরণ করার এক বিশেষ উপলক্ষ।
মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এ ধরনের আয়োজনকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অংশগ্রহণকারীরা। যশোরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ আয়োজনে অংশ নিয়ে দিনটিকে স্মরণীয় করে রাখেন।
No comments:
Post a Comment