যশোরে মেধা ও যোগ্যতার ভিত্তিতে কনস্টেবল পদে নিয়োগ পেল ৮১ জন - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Thursday, December 5, 2024

যশোরে মেধা ও যোগ্যতার ভিত্তিতে কনস্টেবল পদে নিয়োগ পেল ৮১ জন


 

যশোরে স্বচ্ছ নিয়োগে মেধা ও যোগ্যতার ভিত্তিতে যশোর জেলা থেকে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে প্রাথমিকভাবে নিয়োগ পেল ৮১ জন মেধাবী প্রার্থী।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় পুলিশ লাইন্স ড্রিল সেডে জেলা পুলিশ সুপার ও রিক্রুট কনস্টেবল নিয়োগ বোর্ডের সভাপতি জিয়াউদ্দিন আহম্মেদ নিয়োগের ফলাফল প্রকাশ করেন। পরে তিনি উত্তীর্ণ প্রার্থীদেরকে ফুল দিয়ে অভিনন্দন জানান।

পুলিশ সুপার জিয়াউদ্দিন আহম্মেদ বলেন, আমরা নিয়োগের প্রথম দিন থেকে শেষ পর্যন্ত মেধা, যোগ্যতা ও অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়াটি শেষ করতে পেরেছি।

এখানে যারা প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছে তারা সকলেই নিজেদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্থান পেয়েছে। যেসকল প্রার্থী অকৃতকার্য হয়েছে তাদের পরবর্তীতে আরো ভালো প্রস্তুতি নিতে আহবান করেন।

এসময় উপস্থিত ছিলেন, নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য, ডিউটিতে নিয়োজিত জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।

No comments:

Post a Comment

Post Bottom Ad